গত মাসের পৃষ্ঠাদর্শন

মঙ্গলবার, মার্চ ২২, ২০১১

ইন্টারনেটে টাকা আয়ের শতপথ : Ways to earn money online, part- 4

আপনি কি গ্রাফিক ডিজাইনে আগ্রহি ? ডেস্কটপে সুন্দর সুন্দর ছবি দেখতে পছন্দ করেন এবং সময়ে নিজে ফটোশপে সুন্দর কিছু তৈরী করেনকিংবা সুন্দর কিছু দেখলে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি ছবি উঠানএরপর সেগুলি আরো সুন্দর করেন ফটোশপে
ফটোশপ ব্যবহার করে ব্যানার বিজ্ঞাপন তৈরীর কথা আগে উল্লেখ করা হয়েছেনিজের ডিজাইন কিংবা ক্যামেরায় উঠানো ছবি বিক্রি করাও ইন্টারনেটে আয়ের একটি পথ হতে পারে
কি যোগ্যতা প্রয়োজন
অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে গ্রাফিক ডিজাইনেএমন ইমেজ তৈরী করবেন যা অন্যরা দেখে প্রশংসা করবেফটোগ্রাফ এবং কম্পিউটার গ্রাফিক্স এক করার জন্য ফটোগ্রাফিতেও দক্ষতা প্রয়োজনসেইসাথে ছবিগুলিকে ওয়েব সাইটে রাখার জন্য ওয়েব সাইট তৈরী এবং রক্ষনাবেক্ষনের কাজও নিজেই করতে পারেনসেক্ষেত্রে এবিষয়েও কিছু জ্ঞান প্রয়োজন হবে
খরচ
এজন্য মুল বিনিয়োগ আপনার মেধাসেইসাথে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, ওয়েবসাইটের খরচ ইত্যাদি
আয় কিভাবে হবে
প্রথমত আপনার ওয়েবসাইট এমনভাবে সাজাতে হবে যেখানে ভিজিটর আসবেন আগ্রহ নিয়ে (এরফলে থেকে অন্যান্য আয়ও আসতে পারে)সেখানে বিশেষ একটি অংশ থাকবে যা রেজিষ্টার্ড ব্যবহারকারীদের জন্যমাসিক অর্থ দিয়ে তারা সেখানে থাকা ইজেমগুলি ডাউনলোডের সুযোগ পাবেনসারা বিশ্বের ভিডিটরকে যদি আপনার সাইটে আনতে পারেন তাহলে প্রত্যেকের কাছে সামান্য করে হলেও মোট আয়ের পরিমান যথেষ্টশুরুতে হয়ত বেশি ক্রেতা পাবেন না, লেগে থাকলে একসময় বিশাল ব্যবসা হতে পারেসংগ্রহ বড় করার জন্য অন্যদের কাছ থেকে ছবি নিয়ে নিজের সাইটে রাখতে পারেনতাদেরকে আয়ের অংশ দিয়ে নিজের লাভ আরো বৃদ্ধি করা সম্ভব এভাবে
এধরনের সাইট সম্পর্কে জানার জন্য ভিজিট করুন
http://www.digitalblasphemy.com
http://www.themes.org

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন