গত মাসের পৃষ্ঠাদর্শন

বুধবার, মার্চ ১৬, ২০১১

নিজে নিজেই ঠিক হবে কম্পিউটার!

কম্পিউটারে কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে মেরামতে সক্ষম প্রযুক্তি তৈরি করেছে ডেনমার্কের দ্য টেকনিক্যাল ইউনিভার্সিটি বা ডিটিইউ। ইলেকট্রনিক ডিএনএ বা ই-ডিএনএ নামের নতুন এই প্রযুক্তি নিয়ে বর্তমানে আরো গবেষণা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনোটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা।
ডিটিইউয়ের অধ্যাপক জ্যান ম্যাডসেন জানান, কম্পিউটারে কোনো সমস্যা দেখা দিলে তা সিপিইউ খুলে ব্যবহারকারীদেরই মেরামত করতে হয়। এ ক্ষেত্রে অনেক সময় অপচয় হয়। আমাদের উদ্ভাবিত নতুন ইডিএনএ প্রযুক্তি সিপিইউ নষ্ট হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবেই মেরামত করতে সক্ষম হবে।
ই-ডিএনএ প্রযুক্তির কম্পিউটারে কোনো কেন্দ্রীয় সেন্টার প্রসেসিং ইউনিট বা সিপিইউ থাকবে না। অনেকগুলো ক্ষুদ্র সেলের সমন্বয়ে এটি কাজ করবে। কোনো একটি সেল যদি হঠাৎ অকার্যকর হয়ে যায়, তাহলে সেই সেলের কাজটি অন্য একটি সেল স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করবে। ফলে এটি পুরোপুরি অকার্যকর হওয়ার কোনো সুযোগ নেই।
ডেনমার্কের দৈনিক বার্লিংসকে টাইডেন্ডে জানিয়েছে, ডিটিইউয়ের ইডিএনএ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে নাসা। দীর্ঘ মহাকাশযাত্রায় কম্পিউটারের সমস্যা সমাধানের লক্ষ্যে এ প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহারও শুরু করেছে নাসা।
সূত্র : কালের কণ্ঠ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন