গত মাসের পৃষ্ঠাদর্শন

বুধবার, মার্চ ১৬, ২০১১

সময়ের সমীকরণ

সূর্যের দৈনন্দিন অনিয়মিত ঘূর্ণন সম্পর্কে অবগত ছিলেন ব্যাবিলনীয়রা।  তাই একটি সুনির্দ্দিস্ট সময় পদ্ধতির প্রয়োজনীয়তা দেখা যায়।  ঘড়ির জন্য সময় নির্ধারনের জন্য সময়ের সমীকরণ আবিষ্কার করা হয়। ১৯০০ সালের দিকে বাণিজ্যিকভাবে সময়ের সমীকরণ ব্যবহার শুরু হয়। প্রতিটি গ্রহেরই স্ব স্ব সময়ের সমীকরণ রয়েছে।
এখানে পৃথিবীর সময় কিভাবে নির্ণয় করা হয় তা আলোচনা করা হলঃ
সময়ের সমীকরণকে এভাবে লেখা হয়ঃ
Δt = ts − t
যেখানে, ts = সৌরঘড়ির সময়, t= যান্ত্রিক সময়
M = সূর্‍্যের গড় অ্যানোমালি
ν = সূর্‍্যের প্রকৃত অ্যানোমালি
λ = ক্রান্তিবৃত্ত সমতলে বসন্তবিষুবের সাথে সূর্‍্যের কোণ
α = বিষুবীয় সমতলে বসন্তবিষুবের সাথে সূর্‍্যের কোণ
ωE = ১প্রদক্ষিণ/দিন। ০.০০১৩৮৮৯πমিনিট-১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন