গত মাসের পৃষ্ঠাদর্শন

শুক্রবার, মার্চ ১৮, ২০১১

সফটওয়্যার ছাড়া Cd Write



আমরা সফটওয়্যার ছাড়া Cd Write করতে পারি ।এজন্য অামাদের অবশ্যই Cd Writer থাকতে হবে।এবার যে ফাইলটি Write করবো সে সে ফাইল সিলেক্ট করে এর মধ্যে ডান বাটন ক্লিক করলে এখানে আসা মেনু থেকে Send to Mouse রাখব।কিছুক্ষনের মধ্যে কিছু মেনু আসবে ঐখান থেকে আপনার Cd Write কে  দেখিয়ে দিন।এখন Cd ড্রাইভ এ Temp ফাইল হিসেবে রয়েছে, এগুলো কে এখন Write করতে হবে ।এজন্য Cd Write  এ ডান বাটন ক্লিক করে  Write These File  ক্লিক করতে হবে ।এবার আপনার নাম দিয়ে Next বাটন ক্লিক করুন ।কিছুক্ষনের মধ্যে Cd Write হয়ে যাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন