গত মাসের পৃষ্ঠাদর্শন

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০১১

শব্দ শুনে বুঝে নিন কম্পিউটারের কি সমস্যা .................


আমরা যখন কম্পিউটারের পাওয়ার বাটন চাপ দিয়ে কম্পিউটার চালূ করিলক্ষ্য করবেন মাঝে মধ্যে একেক ধরনের বিপ দিয়ে থাকেবিপ অর্থা শব্দযেমন ১ বিপ, ১টানা বিপ, ১ বিপের পর ১টানা বিপ ইত্যাদিকম্পিউটারের এমন কিছু সমস্যা আছে যা আমরা শব্দ শুনেই বুঝতে পারিনিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

১) ১টি ছোট বিপ হলে বুঝতে হবে কম্পিউটার ঠিক আছে এবং সঠিক উইন্ডোজে অন্যান্য সমস্যা না থাকলে ঠিকমতো চালু হবে
২) ২টি ছেট বিপ হলে বুঝতে হবে এমন কিছু সমস্যা আছে যা, মনিটরে ডিসপ্লে করবে
৩) কোন বিপ নেই  হলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডে সমস্যা আছে
৪) ১ টানা ছোট বিপ হলে হলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডে সমস্যা আছে
৫) ১টি বড় ও ১টি ছোট বিপ হলে বুঝতে হবে RAM এ সমস্যা আছে
৬) ১টানা বিপ হলে বুঝতে হবে RAM এ সমস্যা আছে
৭) ১টি বড় ও ৩টি ছোট বিপ হলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা আছে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন